নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত প্রায় নিহত হয়েছেন ৪৯ জন; যার মধ্যে বাংলাদেশি ৩ জন। এ হামলার ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেট দল।
হামলার পর পর বিশ্বনেতারা এর তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্যও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে নিউজিল্যান্ডে খ্রিষ্টান সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত এক ব্যক্তির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন:
‘আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর মালিক। এই মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে… যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আমিন।’
অন্য আরেকটি পোস্টে পেসার রুবেল হোসেন লিখেন, ‘ছবিতে জঙ্গী হামলার শিকার এক মুসলিম আঙ্গুল দিয়ে কালিমার সাক্ষ্য দিচ্ছেন। তোমাদের বুলেট কখনোই এই কালিমা থেকে আমাদের মুসলিমদের দূরে সরাতে পারবে না। মুখে উচ্চারণ করতে না পারলেও আঙুল উঁচিয়ে সাক্ষ্য দিয়ে যাবো। #InShaAllah’
রুবেল আরো লিখেন, ‘মনে রাখবেন, সারা বিশ্বের মুসলমান ভয় করে একজনকে তিনি হলেন মহান আল্লাহ তার ভয়ে ভীত মুসলিম উম্মাহ। কোন সন্ত্রাসীর কাছে নয়’