বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্যান্য নেতারা।
এদিন প্রয়াত বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর তারা খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মির্জা ফখরুল।
এসময় সাংবাদিকরা বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদকসহ কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রেগে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের কেউ পদত্যাগ করেননি। আপনারা সাংবাদিকরা শুধু বিএনপির দোষ খুঁজে বেড়ান, আওয়ামী লীগের কোনো দোষ খোঁজেন না। আওয়ামী লীগ যে পুরো জাতির সঙ্গে প্রতারণা করলো, সে বিষয়ে দোষ খোঁজেন না আর কিছু লেখেনও না।
এ সময় আরো উপস্থিত ছিলেন – বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে আকবর হোসেন বাবলু প্রমুখ।