ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে।
শনিবার তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এ প্রসঙ্গে নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, অসুস্থ হওয়ার পর শুক্রবার শাহরিয়ার কবির হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে ১৮ মার্চ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।
শাহরিয়ার কবির একাধারে মুক্তিযুদ্ধ গবেষক, খ্যাতনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টারি নির্মাতা। তিনি শিশুদের জন্য লিখছেন কয়েক দশক ধরে।
১৯৯২ সাল থেকে তিনি নিরলসভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে জনমত গঠনসহ নানাবিধ কাজ করে চলেছেন।