মঙ্গলবার (২৮ মে) দুপুরে পিবিআই সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদসহ ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সম্পৃক্তদের দায়ী করে ৭২২ পৃষ্ঠার চার্জশিট চূড়ান্ত করা হয়েছে যা আজ বুধবার আদালতে দাখিল করা হতে পারে।
অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে আদালতে চার্জশিট দেয়া হবে।
পিবিআই’র পক্ষ থেকে সচিত্র ঘটনপ্রবাহের মাধ্যমে নুসরাত হত্যাকাণ্ড তুলে ধরা হয়েছে। ছবিগুলো ধারাবাহিকভাবে এখানে তুলে ধরা হলো: