২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার ইমরান তাহির। চমক হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস- খেলার শুরুতেই বল হাতে তুলে দেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরী করেন নি ইমরান তাহির। চমৎকার এক ডেলিভারিতে দ্বিতীয় বলেই তুলে নেন বেয়ারেস্টোর উইকেট। ইংল্যান্ডের দলীয় সংগ্রহ তখন ১ রান।

উল্লেখযোগ্য আরও একটি ঘটনা নাড়া দিয়ে মুসলিমদেরকে। নিজের বোলিং শুরু করার পূর্বে মাঠেই আল্লাহর কাছে হাত তোলে দোয়া করতে দেখা গেছে এই মুসলিম ক্রিকেটার ইমরান তাহিরকে।