স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, আমি মনে করি ফিলিস্তিনের জনগণ এখনো নিজেরা শাসন পরিচলনার জন্য প্রস্তুত নয়।
কুশনার আরো বলেছেন, ফিলিস্তিনিরা আমাকে বিশ্বাস না করলে আমি কিছু মনে করব না। ফিলিস্তিনিদের মধ্যে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের প্রত্যয় থাকতে হবে।
তবে কুশনার স্বাধীন রাষ্ট্র নাকি স্বায়ত্ত্বশাসিত রাষ্ট্রের কথা, সেটা পরিষ্কার করে বলেননি। এ সময় ফিলিস্তিনিরা ইসরাইলি সরকার অথবা ইহুদিবাদী সেনাদের হস্তক্ষেপের বাইরে থাকার আশা করতে পারে কিনা এই প্রশ্নের প্রতিউত্তরে তিনি বলেন, আমি মনে করি সেটি একটি বড় বাধা।
এদিকে, চলতি মাসে বাহরাইনে কথিত শতাব্দির সেরা চুক্তির অংশ বিশেষ উন্মোচন করা হবে। এর আগ মুহূর্তে জারেড কুশনারের এসব কথা! ফিলিস্তিনিরা যদিও এরইমধ্যে ওই চুক্তি প্রত্যাখ্যান করেছেন।