সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে চীনের সিচুয়ান প্রদেশে চ্যাংনিং পল্লীতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।- খবর সিএনএ।

এছাড়া এতে আহত হয়েছে আরও ১৩৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ওই শহর কর্তৃপক্ষ জানায়, এছাড়া ভূমিকম্পে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ফেটে গেছে। ৪ হাজারের বেশি লোককে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে আক্রান্ত এলাকায় দুই হাজার উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে।