ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারি হস্তক্ষেপ থাকার অভিযোগে দেশটির সদস্যপদ স্থগিত করে আইসিসি।
বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় আইসিসি।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জিম্বাবুয়েকে এখন থেকে কোনও ধরণের আর্থিক সহায়তা দেবে না আইসিসি। এর পাশাপাশি আইসিসি অনুমোদিত কিংবা আয়োজিত আন্তর্জাতিক কোনও ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে না জিম্বাবুয়ে।
এ প্রসঙ্গে আইসিসির প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বলেন, “আমরা খুব সহজেই কোন সদস্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেই না। কিন্তু ক্রিকেটকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে চাই আমরা। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসি’র সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ। আমরা এটা চলতে দিতে পারি না।”
এর আগে গত মাসে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেশটির সরকার। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে, আগামী অক্টোবরে বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে আইসিসির সদস্যপদ লাভ করে জিম্বাবুয়ে।