দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হ`ত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। এর আগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর হ`ত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় আটক দেখানো হয়।
আরো পড়ুন – ইতিহাসের আর কখনোই আমেরিকা এতো অপমানজনক অবস্থায় ছিল না: কাশানি
জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হ`ত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফ`তার দেখানো হয়।
আরো পড়ুন – বন্যার পানিতে অসহায় পরিবার জানাজা শেষে পানিতে ভাসাল লা`শ
পুলিশ সুপার জানিয়েছেন, রিফাত শরীফ হ`ত্যা মামলায় তারা ১৪ জনকে জীবিত গ্রেফ`তার করা হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযু`দ্ধে মারা গেছেন। গ্রেফ`তারকৃত আসা`মিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জন এখনো রিমান্ডে রয়েছে। মিন্নিকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এ দিকে বেলা পৌনে ছয়টার দিকে মিন্নির বাবা মোজ্জাম্মেল হোসেন আদালত প্রাঙ্গণে আসেন। এ সময় তিনি চিৎকার করে বলছিলেন, তাঁর মেয়ে অসুস্থ, গতকাল রাতে একজন পুলিশ সদস্য তাঁর বাসায় গিয়ে চিকিৎসাপত্র নিয়ে এসেছেন। আজকে জোর জবরদস্তি ও নির্যা`তন করে তাঁর মেয়ের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।