স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এখন সামরিক বাহিনীর ব্যাপক ধরপা`কড় ও বিচ্ছিন্ন বি`ক্ষোভ চলছে। সাধারণ মানুষের মনে ভয় ও আত`ঙ্ক চেপে বসেছে। এখন অব্দি বিক্ষোভে এক কাশ্মীরি নিহ`ত ও আরও ছয় ব্যক্তি আহ`ত হয়েছেন।-খবর এএফপির
দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কাশ্মীরের ফোন ও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এছাড়া জনসমাবেশ ও বি`ক্ষোভও নি`ষিদ্ধ করা হয়েছে।
নাম প্রকাশে একজন বলেন, সোমবার থেকেই তিনি থেমে থেমে ব`ন্দুক ও অন্যান্য অ`স্ত্রের আওয়াজ শুনছেন। প্রতি পাঁচ কদম পরপর সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।
এএফপিকে তিনি বলেন, বিমানবন্দরে আসার আগে অন্তত ২৫ বার আমার গাড়ি তল্লাশি করা হয়েছে। এতে ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে আমার চার ঘণ্টা সময় লেগেছে।
কাশ্মীরের কবি সান্না ওয়ানি নিজের টুইটার পোস্টে শ্রীনগরজুড়ে ভয় ও আ|তঙ্কের কথা লিখেছেন। পরবর্তী সময়ে তিনি কাশ্মীর থেকে বিমানে চলে আসেন।