বৃহস্পতিবার দিবাগত রাত উপজেলার জোরারগঞ্জের সোনা পাহাড় এলাকার ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের এই এলিট ফোর্স।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা। তখন বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটনা হয়। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা। তিনি আরো জানান, এর পরই র্যাব সদস্যরা বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালাবে।
র্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে তারা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছে বলে জানান তিনি।
র্যাবের সন্দেহ, সেখানে চার থেকে পাঁচজন জঙ্গি রয়েছেন।