শিরোনামহীন মানেই ছিল তানযীর তুহীন। কিন্তু কিছুদিন আগে তানযীর তুহীন শিরোনামহীন থেকে বেরিয়ে নতুন ব্যান্ড গড়ে তোলেন। বর্তমানে ‘আভাস’ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে তুহীন শিরোনামহীন থেকে বেরিয়ে গেলেও শিরোনামহীনের গান গাইতেন মাঝে মাঝে।
এ নিয়ে শিরোনামহীনের সঙ্গে বিরোধ বাঁধে তুহীনের। এর প্রেক্ষিতে শিরোনামহীনের ব্যান্ড প্রধান জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে ২৯ আগস্ট নিম্ন আদালতে মামলা করেন। সেই মামলার পর বলা হয়েছিল যে তুহীন শিরোনামহীনের গান গাইতে পারবেন না। সেই মামলার প্রেক্ষিতে আভাস ব্যান্ডের পক্ষে আইনজীবী মিজানুর রহমান হাইকোর্টে পিটিশন দায়ের করেন।
২০ অক্টোবর সেই পিটিশনের রায় দিয়েছে হাইকোর্ট। তুহীনের আইনজীবী মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, আগামী ছয় মাস পর্যন্ত তুহীন শিরোনামহীনের গান গাইতে পারবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এরপর নতুন করে রিভিউয়ের মাধ্যমে গানের স্বত্ব নির্ধারণ করা হবে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
রোববার সন্ধ্যায় মিজানুর রহমান বলেন, ‘জিয়াউর রহমানের মামলার প্রেক্ষিতে আমরা পিটিশন করেছিলাম।
আজ হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। এই আদেশের কারণে আগামী ছয় মাস আভাস ব্যান্ড ও তুহীন শিরোনামহীনের ৪৯টি গান স্টেজে গাইতে পারবে এবং কপিরাইট এক্সারসাইজ করতে পারবেন। এতে আর কোনো আইনি ঝামেলা নেই। ছয় মাস পর আবার এই আদেশ রিভিউ হবে। ’
সূত্র – দেশ রূপান্তর।