জুনাইদ ফয়সাল:: চট্টলার আওয়ামী রাজনীতিতে হ্যামিলনের বাঁশিওয়ালা খ্যাত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র ও নগর আওয়ামিলীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীরের আজ ৭৫তম জন্মদিন; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে যে কজন প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল মহিউদ্দিন চৌধুরী।
১৯৪৪ সালের ১লা ডিসেম্বর, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম গ্রহণ করেন এই গুণী নেতা। ২০১৭ সালের ১৫ই ডিসেম্বর চট্টলশার্দুল খ্যাত এই নেতা মৃত্যুবরণ করেন।
জন্মদিনে নগর আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় তার অনুসারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিনটি উপলক্ষ্যে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার পরিবার।
প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বর্তমান সরকারের শিক্ষা উপ-মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
জন্মদিনে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর প্রতি সন্দেশ২৪.কম এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও শ্রদ্ধা।