এবার কুয়েত ও বাহরাইনেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশ দুইটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা তাদের এক নাগরিকের করোনার লক্ষণ দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত ঐ ব্যক্তিকে বর্তমানে এক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে কুয়েত জানিয়েছে, তাদের দেশে তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। কুয়েত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আক্রান্ত তিনজনই সম্প্রতি ইরান ভ্রমণ করে।
এদিকে চীনের বাইরে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া চীনে করোনাভাইরাসে রবিবার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯২ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানায়।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০৯ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ হাজার ১ শ’ ৫০ জনে দাঁড়ালো।
চীন ছাড়াও এই ভাইরাস ইতিমধ্যে প্রায় ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে।
সূত্র – রয়টার্স, বিবিসি, আলজাজিরা।